×

জাতীয়

২১ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

২১ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনা-নরেন্দ্র মোদী-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

   

২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি’র সমমনা দল ও জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই চায় বিএনপি’র সমমনা দল ও জোট। এই নিয়ে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথকভাবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে দেশের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। এ জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবে বলেও মত দেন নেতারা।

ভারতের বিরুদ্ধে অবস্থান নিলো সেনাবাহিনী, যা জানা যাচ্ছে

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্দেশ্য করে গণমাধ্যমে হুশিয়ারি বার্তা দিয়েছেন। এমন দাবি জানিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে?

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের 'সুস্পষ্ট' সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি'র রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। 

হাসিনা দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঠেকেছে তলানিতে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। তবে এ বছরের মাঝামাঝি সময় থেকে সম্পর্কে ফাটল তৈরি হয়। দেখা দেয় টানাপোড়েন। দুই দেশের বর্তমান সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে তা  তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবিসি নিউজের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনার  মসনদ কাঁপিয়ে তোলে। বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ‘দেশব্যাপী আন্দোলনে’ পরিণত হয়।

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা

‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেছেন, ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতের সংখ্যা কত, জানা গেলো

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

১৫ বছরে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, গত ১৫ বছরে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এ কথাগুলো জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App