×

জাতীয়

আ.লীগকে সংগঠিত করছেন হাইকমিশনার নাহিদা, সমালোচনার ঝড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

আ.লীগকে সংগঠিত করছেন হাইকমিশনার নাহিদা, সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

   

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি কানাডায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছেন বলে অভিযোগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছেন বলে সমালোচনার ঝড় উঠেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছেন দৌড়ের ওপর। পতিত আওয়ামী লীগ সরকার গত মে মাসে কানাডায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নাহিদা সোবহানকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী ঘরানার হিসেবে তার বেশ পরিচিতি আছে।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর কানাডার টরন্টোতে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানের মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের সরব উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। শেখ হাসিনার এসব সমর্থকরা গত ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে টরন্টোতে সভা-সমাবেশ করেছেন ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত কানাডা আওয়ামী লীগের সহসভাপতি আসমা আহমেদ, ফজরুল করিম, নওশের আলী, শাকিল আহমেদ, শরীফুল ইসলাম, তাসনুভা বাশার, ফারহানা খান, নাইমা ফেরদৌসী, রাসেল রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও মহিলা লীগের উপস্থিত সবাই বক্তব্য দেন।

অভিযোগ রয়েছে হাইকমিশনার নাহিদা সোবহান যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ কানাডায় পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছেন। তিনি আওয়ামী লীগকে কানাডায় পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

মতবিনিময় সভা সম্পর্কে কানাডায় জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী কমিউনিটি নেতা তানভীর কোহিনুর বলেন, ‘বর্তমান বাংলাদেশ সরকারকে ব্যর্থ প্রমাণিত করতে যারা দিনভর কাজ করছেন, সেই তাদের নিয়েই এই হাইকমিশনার কীভাবে মতবিনিময় ও নৈশভোজ করেন। মতবিনিময় সভায় হল ভর্তি শেখ হাসিনার স্বৈরাচারী দোসররা উপস্থিত ছিলেন। তাদেরই তিনি নানা সুবিধা দিচ্ছেন।’

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা বলেন, অনুষ্ঠানে যারা জুলাই-আগস্ট আন্দোলন করেছেন তাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করা হয়নি। অনুষ্ঠানে স্মারকলিপিতে নাহিদা সোবহান গণতন্ত্রের বিজয়ের পরমুহূর্তে কানাডা হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে উল্লেখ করা হয় অথচ এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি কানাডায় এসেছেন জুলাইয়ের পর কিন্তু মে মাসে তাকে জর্ডান থেকে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ সম্পন্ন করা হয় যখন শেখ হাসিনা সরকারে ছিলেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের একজন কূটনীতিক হিসেবে নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

কূটনীতিক হিসেবে নাহিদা সোবহান জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালকের পদে ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App