এটা আমার জীবনের লাস্ট ইনিংস: মাহমুদুর রহমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

ছবি: সংগৃহীত
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই।’
স্বাধীনতা পর থেকে দেশের মিডিয়ায় ইসলামোফোবিয়া আছে। ইসলামোফোবিয়া মোকাবিলা করবে দৈনিক আমার দেশ পত্রিকা।
আমার দেশ সম্পাদক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকব।’
এ সময় আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সব সময় খোলা থাকবে বলে জানান মাহমুদূর রহমান।
পত্রিকাটির সম্পাদকীয় নীতি নিয়ে তিনি বলেন, আমরা সঠিক খবরটা দেয়ার চেষ্টা করবো। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করত। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করবো না।
গত ১৭ বছরের হাসিনার পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করছিল।
মাহমুদুর রহমান বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশ। অথচ ফিলস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিন নিউজ যায় না। আমরা কাশ্মির মুসলিম নির্যাতন, চীনের উইঘুর মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারাবিশ্বে নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখবো।