বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি সেনাপ্রধানের কৃতজ্ঞতা জানানো নিয়ে যা জানা যাচ্ছে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

ভিডিওটিতে এটিএন নিউজ এর একটি লোগো দেখতে পাওয়া যায়। ছবি : সংগৃহীত
‘বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানালেন সেনাপ্রধান’ শীর্ষক দাবিতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের একটি ভিডিও প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানালেন সেনাপ্রধান’ শীর্ষক দাবিতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের প্রচারিত ভিডিও ক্লিপটি বিজয় দিবসের নয়। এটি তার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরের ঘটনার ভিডিও ক্লিপ; যার সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি পর্যবেক্ষণ করে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে বলতে শোনা যায়, ‘বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। ওনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং সেই স্বাধীন দেশের আজকে আমি সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা। সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।
এছাড়া, ভিডিওটিতে এটিএন নিউজ এর একটি লোগো দেখতে পাওয়া যায়।
অনুসন্ধানে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৪ জুন ‘সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে যা বললেন জেনারেল ওয়াকার | Army Chief | General Waker-Uz-Zaman’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ১.০৫ থেকে ১.৩৭ পর্যন্ত অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
আরো পড়ুন : বাংলাদেশে সাংবাদিক গ্রেপ্তার-রোহিঙ্গা ইস্যু-নির্বাচন প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র