পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দেয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
যে কোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, চাকরিতে রিক্রুটমেন্ট (নিয়োগ), বিভিন্ন ব্যাপারে পুলিশের ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি (বাধ্যতামূলক) জিনিস। এটা আমরা সুপারিশ করছি থাকবে না। কোথাও থাকবে না।
কমিশন প্রধান বলেন, পাসপোর্ট করার ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করা হবে। পাসপোর্ট পাওয়া নাগরিক হিসেবে অধিকার। এটার জন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে। ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।
তিনি বলেন, আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেয়া হবে। তবে এখনো তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না।
তিনি আরো বলেন, উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেয়া হবে না। পরীক্ষায় ৭০ না পেলে তাকে পদোন্নতি দেয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনো ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।
আরো পড়ুন : সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা, ফিরলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা