১৬ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
-67606961e4d72.jpg)
ছবি: সংগৃহীত
১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজেদের দাবি করছে ভারত।সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নারীকে ১৮ মাস ধরে ধর্ষণ-মারধর, যুবকের ১৯ বছর জেল
নারীকে ১৮ মাস ধরে ধর্ষণ মারধরের কারণে ফারনাজ ফারাবি নামে এক যুবককে ১৯ বছরের জেল দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। সোমবার (১৬ ডিসেম্বর) দেশটির আদালত তাকে এ কারাদণ্ড দেন। ফারনাজ ফারাবি দীর্ঘ দেড় বছর ধরে নারীকে ধর্ষণ, হাতুড়ি দিয়ে মারধর এবং হত্যার হুমকির অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমে যেভাবে এলো বাংলাদেশের মুক্তি সংগ্রামের খবর
পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল ১৯৭১ সালের সংকট। ঢাকার দখল হারানোকে 'ঢাকা পতন' বা 'পূর্ব পাকিস্তানের পতন' বলা হয় দেশটির গণমাধ্যমে। আদ্রিস বখতিয়ার, সেসময় পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের (পিপিআই) নিউজ রুমে কাজ করছিলেন। সেদিন টেলিপ্রিন্টারে তিন লাইনের একটি খবর পড়ে স্তম্ভিত হয়ে যান, অসাড় হয়ে আসে তার হাত-পা।
বাংলাদেশ ইসুতে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক
বাংলাদেশ ইসুতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় দাবি জানিয়েছে দলটি।
১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির, সমালোচনার ঝড়
এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে। পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি।
ইউপি মেম্বার ৬০০ কোটি টাকার মালিক, ল্যান্ড ক্রুজার ছাড়া চলে না
অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্য আয়ুব আলীর বিরুদ্ধে। ক্ষমতার দাপট দেখিয়ে গত ১৫ বছরে প্রায় ৬০০ কোটি টাকার মালিক হয়েছেন। ল্যান্ড ক্রুজার গাড়ি ছাড়া তার চলে না। আয়ুব আলী একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের সংসদে যে মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ইন্দ্রিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেত্রী ও ওয়ান্নারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। লোকসভায় ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী।
স্মৃতিসৌধে ফুল দিতে এসে আ.লীগের ৭ নেতাকর্মী আটক
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিতে এসে পুলিশের হাতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা!
মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় আরেকবার পরিবর্তন আসতে পারে। প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা। অন্যদিকে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসাসেবা প্রদানকারী, শিল্পীসমাজসহ যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের 'যুদ্ধ সহায়ক' করার প্রস্তাব দেয়া হয়েছে।
বৃষ্টি ও শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
আগামী শুক্রবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা আরো নিশ্চিত হতে পারে আগামী বুধবার। বৃষ্টির পর বাড়তে পারে শীত। সোমবার (১৬ ডিসেম্বর) দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।