×

জাতীয়

১০ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

১০ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

এবার বিজয় দিবসে কুচকাওয়াজের বদলে যা হবে

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, এবার বিজয় দিবসকে উৎসবমুখর করতে সারাদেশে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে।  ইউএনবিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, বিজয় দিবস আমাদের জাতির জন‍্য অনন‍্য দিন। ৯ মাস যুদ্ধ করে জাতি এই বিজয় অর্জন করেছে। সারাদেশের মানুষ যুদ্ধে সম্পৃক্ত ছিল। একসময় গ্রামে ও সারাদেশেই এই বিজয় উৎসব হতো। ধীরে এই উৎসব নিস্ক্রিয় ছিল। এবার সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা হবে।

ভারতীয় চিনি বাংলাদেশে বিক্রি করছে পাকিস্তান, যা জানা গেলো

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল গত ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দাবি ছড়ানো হচ্ছে, যেমন- (১) গত অর্থবছরে ভারত থেকে ৫ লাখ টন চিনি কিনেছে পাকিস্তান, সেই চিনি থেকেই ২৫ হাজার টন বাংলাদেশ কিনছে, (২) ২০২৪ সালের আগস্ট মাসেই কেবল ভারত থেকে ৩.৫৬ মিলিয়ন ডলারের চিনি আমদানি করেছে পাকিস্তান এবং সেই পাকিস্তান থেকে বাংলাদেশ এখন বেশি দামে চিনি আমদানি করছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব দাবিগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

সিরিয়ায় মিললো কথিত আয়নাঘরের মতো বন্দিশালা

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটিতে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে আসছে। বিশেষ করে আসাদ সরকারের শাসনামলে, বিদ্রোহীদের দমন করতে নানা ধরনের নির্মম নির্যাতনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে একটি অন্যতম ছিল বন্দিশালা, যেখানে বন্দিদের ওপর ভয়ানক নির্যাতন চালানো হতো।

যেভাবে হয়ে ওঠে 'জয় বাংলা' জনগণের স্লোগান

'জয় বাংলা' কখনোই শুধু একটি রাজনৈতিক স্লোগান ছিল না, বরং এটি ছিল বাঙালির ঐতিহ্য, চেতনা, দেশপ্রেম এবং আকাঙ্ক্ষার প্রতীক। ‘বাংলার জয়’ শব্দগুলো বাঙালির মুক্তির সংগ্রাম ও জাতীয় ঐক্যের প্রতিফলন হিসেবে উঠে এসেছে, বিশেষ করে পাকিস্তানি শাসকদের নির্মম শোষণ, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালিদের লড়াইয়ে।

ডলারের দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

সাম্প্রতিক সময়ে দেশের বাজারে মার্কিন ডলারের দাম স্থিতিশীল রয়েছে। এতে মানুষের হাতে মুদ্রাটি ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রধান বৈশ্বিক মুদ্রার দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত।

যেসব দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে, জানালেন উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বের ২০টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। ইতোমধ্যে ওইসব দেশের বর্তমান রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচসিআর) ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। জাতিসংঘের আন্তঃসরকার এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে।  আজ দেশে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে ২০২৫ সালের জন্যে তাদের কর্মকাণ্ড নির্ধারণী  বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২ সপ্তাহে স্বর্ণের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে স্তরে উঠেছে গুরুত্বপূর্ণ ধাতুটির দর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত

পাঁচই আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি।

শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়া ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। 

অবৈধ বিদেশি নাগরিকদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আজ এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App