৯ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপি ও কাদের সিদ্দিকীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার তালতলা চত্বরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়, যার ফলে পাঁচজন নেতাকর্মী আহত হন।
সারাদেশের বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সিলেটে হোয়াইটওয়াশ আর এড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আইরিশদের কাছে ৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছে বাংলাদেশ।
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮১৬ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (০৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এশিয়ান মুদ্রাগুলোর ওেপর চাপ পড়ছে। সোমবার (৯ ডিসেম্বর) যার ফলস্বরূপ ভারতীয় রুপি কিছুটা নিম্নমুখী হয়েছে। ট্রাম্প প্রশাসনের আসন্ন নীতির প্রতি আস্থার কারণে ডলার শক্তিশালী হয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর আশায় ইতিবাচক মনোভাব রয়েছে।
লন্ডনে দেখা মিললো আওয়ামী লীগের যেসব মন্ত্রী-এমপির
লন্ডনে অবস্থিত দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হওয়া এই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকে দেখা গেছে।
ভারতে সিলেট জেলা আ. লীগের ৪ নেতা আটক
ধর্ষণের দায়ে সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে শিলং পুলিশ।
এশিয়া কাপ জয়ের নায়ক গতির ঝড় তোলা কে এই ইমন
মৌলভীবাজারের আর ১০ জন ছেলের মতোই ক্রিকেটে হাতখড়ি ইকবাল হোসেন ইমনের। তবে একটা সময়ে না ঘুরিয়েই বল ছুঁড়তেন এই তরুণ। এজন্য কটাক্ষ করে এক বড় ভাই বলেছিলেন, ‘‘তুই তো ঢিল মারিস রে’’। তখন ভালো পেসার হওয়ার পণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শেখ হাসিনা ও রেহানার ক্যাশিয়ার ছিলেন কারা, জানালেন আইন উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনাইদ আহমেদ পলক।
তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সংযুক্ত আবর আমিরাত প্রশাসন। এতে বিপাকে পড়েছে অনেক ভারতীয়। হোটেল বুক করে, বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করতে হচ্ছে তাদের। অনেক ভারতীয়ের ভিসাও আবার পর পর বাতিল হচ্ছে।
শীত নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।