আগামী বছরই রাজনৈতিক সরকার, দ্রুত ভোটের ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত
আগামী বছরই দেশের মানুষ একটা রাজনৈতিক সরকার পাবে- দ্রুত ভোটের ইঙ্গিত দিয়ে এমনটি জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী চারটি কমিটি গঠনের বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী বছর রাজনৈতিক সরকার তৈরি হওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ।
ওই অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন আরো বলেন, ‘এই মুহূর্তে দেশের বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয়বৈষম্য। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে বাংলাদেশ অনেক দূরে রয়েছে।’ বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে এই উপদেষ্টা বলেন, উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে।
এদিকে নির্বাচন কমিশন বিধিমালা, ২০১০-এর বিধি ৩-এর উপ-বিধি ২-এর উপ-বিধি অনুযায়ী ৪টি কমিটি গঠন হয়েছে। এ সংক্রান্ত ৪টি পৃথক বিজ্ঞপ্তি জারিও করা হয়। চারটি কমিটির মধ্যে ৮ সদস্যের ‘আইন ও বিধি সংস্কার কমিটির’ প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদকে। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে নির্বাচনী আইনসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সব আইন ও বিধিবিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সঙ্গে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা। নির্বাচন কমিশনার বেগম তহমিদা আহমদের নেতৃত্বে গঠন করা হয়েছে ৯ সদস্যের আরেকটি কমিটি। এসব দ্রুত নির্বাচনের তোড়জোড় কিনা, যা অনেকের মনে আশার সঞ্চার করছে।