×

জাতীয়

জাতি হিসেবে গর্ব করার মতো প্রতিষ্ঠান হলো ওয়ালটন: বাণিজ্য উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম

জাতি হিসেবে গর্ব করার মতো প্রতিষ্ঠান হলো ওয়ালটন: বাণিজ্য উপদেষ্টা

ছবি: ভোরের কাগজ

   

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ওয়ালটনের যাত্রা চলমান, গন্তব্য বহুদূর। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটি আরো বহুদূর যাবে। জাতি হিসেবে গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান হলো ওয়ালটন। ওয়ালটন এতো অপরিসীম প্রচেষ্টা -যা দেখে আমি ব্যক্তিভাবে উচ্চস্বিত। 

ওয়ালটন আয়োজিত হয় ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির হলে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শেষ হলো শনিবার। 

এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব সেলিম উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন- ওয়ালটন হাইটেক এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী প্রমুখ।

এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালে যে এলডিসি গ্রেজুয়েশন হতে যাচ্ছে তা লক্ষ্যমাত্রা ঠিক রেখে আমাদের খরচ আরো কমিয়ে আনতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আরো সাশ্রয় করা যায়।

বর্তমান সরকারের উদ্দেশ্য হলো ন্যায় প্রতিষ্ঠা করা জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, ২০০০ হাজার শহীদ ও ৩০ হাজার আহতদের বিনিময়ে অর্জিত সরকারের মূল্য কাজ হলো সংস্কার করা, এটা স্বল্প সময়ের সরকার। 

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের যে কয়েকটি বিষয় নিয়ে আমরা গর্ববোধ করি, তার মধ্যে ওয়ালটন অন্যতম। এটা আমার দেশের পণ্য, ভালো পণ্য, দামেও কম। ওয়ালটনের মতো দেশে আরো কয়েকটি প্রতিষ্ঠান গড়া ওঠা প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

পলিসি, পণ্যের ডিউটি স্টাকচারে কিভাবে দেশীয় শিল্প কে সহযোগিতা করা যায় -সেব্যাপারে সরকারের মনোযোগ আছে বলেও তিনি জানান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এস এম মাহবুবুল আলম বলেন, মেলায় আগত অনেক পরিদর্শক বলেছেন; এখানে এসে এমন প্রুযুক্তি দেখেছি যা ইউরোপ -আমেরিকা দেখে এসেছি, কোন কোন ক্ষেত্রে আমাদের এখানের ফিচারগুলো আরো বেশি উন্নত ও ভালো কোয়ালিটির।' গত তিন ধরে আমরা ৩৫০ কোটি টাকার অর্ডার পেয়েছি- বলেও মাহবুবুল আলম জানান।

দ্বিতীয়বারের মতো একক এই বৃহৎ শিল্পমেলা আয়োজন করে দেশের শীর্ষ ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটন। এটিএস এক্সপোতে একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশন প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রদর্শিত হয় এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App