×

জাতীয়

ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশের ট্যাংকের বহর, সেই ছবি নিয়ে যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশের ট্যাংকের বহর, সেই ছবি নিয়ে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়েছে। যেখানে দাবি করা হচ্ছে- বাংলাদেশের ট্যাংকের বহর এগিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে।  ‘ Ironclad (আয়রনক্ল্যাড)’ নামের ভেরিয়ায়েড একটি এক্স অ্যাকাউন্ট থেকে ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে জানানো হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংক ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’। 

এছাড়া, PSYWAR Bureau-পিএসওয়াইডব্লিউএআর ব্যুরো আরেকটি অ্যাকাউন্টে দাবি করা হয় ‘পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী’। এরপরে বহু একাউন্টে সেগুলো শেয়ার হয়।

তবে সেই ছবি নিয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ প্রতিবেদন প্রকাশ করেছে। ফ্যাক্টওয়াচ প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব একাউন্ট থেকে ছড়ানো ছবি ২০১৭ সালের, যা বাংলাদেশের সামরিক সক্ষমতার সংবাদে বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে। এছাড়া এধরণের কোনো খবর দেশি-বিদেশি মিডিয়াতে আসেনি। এরফলে এই ছবি দিয়ে ‘বাংলাদেশের ট্যাংকগুলো ভারতের দিকে যাচ্ছে’ এমন দাবি মিথ্যা ও গুজব বলে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।

এদিকে যেকোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উচ্চ সতর্কতা জারি করা এলাকার মধ্যে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, ঘিবা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আচড়া, গাতিপাড়াসহ সীমান্ত। সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহাড়া দিচ্ছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙি্‌ক্ষত পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যার পর জন সাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধি নিষেধ আরোপ করেছে বিজিবি। একইসঙ্গে সীমান্ত এলাকার সড়ক এবং বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ‘অস্বাভাবিক অবস্থার’ মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। সবশেষ সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তারের জেরে বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত খবরে সয়লাব হয় ভারতীয় মিডিয়াগুলো। এতে আরো তিক্ত হয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক।

আরো পড়ুন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App