×

জাতীয়

মতপার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

মতপার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

   

ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতপার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য। সব পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপ চলে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতি-নীতি থাকবে। এটাইতো পরিবার। আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের সব পাথর্ক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। তিনি বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই আমরা এক জায়গায় চলে আসি। সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার। বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে আমাদের সংবিধান থেকে। নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য। রাষ্ট্রের দায়িত্ব হলো তা নিশ্চিত করা। এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেয়া, নিশ্চিত করা।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ দেশের রাষ্ট্রদূতের বৈঠক সোমবার, আলোচনায় প্রাধান্য পাবে যেসব বিষয়

সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে কী করা উচিত তা ধর্মীয় নেতাদের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে সরকারের করণীয় কী তাও জানতে চান তিনি।

সংলাপে উপস্থিত ছিলেন- ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, ফরহাদ মজহার, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক, হেফাজতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এছাড়া কোনো সংগঠন বা ধর্মীয় রাজনীতিতে যুক্ত নয় কিন্তু নিজ সম্প্রদায়ের বোদ্ধা ব্যক্তি এমন ব্যক্তিরাও সংলাপে অংশ নেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App