×

জাতীয়

যেভাবে হালনাগাদ হবে ভোটার তালিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ এএম

যেভাবে হালনাগাদ হবে ভোটার তালিকা

মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে করা ভোটার তালিকা দিয়েই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত

   

চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বাড়ি বাড়ি না গিয়ে পুরোনো তথ্যেই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে আগামী মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করার কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

সোমবার (২ ডিসেম্বর) এএমএম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশনের প্রথম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে করা ওই ভোটার তালিকা দিয়েই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হয়। দায়িত্ব নেয়ার পর সময় কম হলেও এ কমিশন তার ব্যত্যয় ঘটাতে চায় না। সেজন্য প্রথম কমিশন বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়টি যেহেতু সময়সাপেক্ষ, সেহেতু এবার পুরোনো তথ্যের ওপর ভিত্তি করেই ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে যেহেতু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু হালনাগাদ তালিকার পর বাড়ি বাড়ি গিয়ে করা তালিকাকেই জাতীয় নির্বাচনের ভোটার তালিকা হিসেবে ভাবা যেতে পারে।

আরো পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপের মধ্যেও আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখন পর্যন্ত ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। তবে সরকারের কোনো কোনো উপদেষ্টা আগামী বছরের ডিসেম্বর নাগাদ এবং কোনো কোনো উপদেষ্টা ২০২৬ এর জুন-জুলাই নাগাদ নির্বাচন হতে পারে বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। দলগুলোর চাওয়া অনুযায়ী, এরই মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে সরকার। এটিকে সরকারের নির্বাচনী যাত্রা হিসেবে কেউ কেউ উল্লেখ করেছেন। আর এ কমিশনের প্রথম বৈঠকেই ভোটার তালিকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াকে নির্বাচনের আরেক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন; আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯৩২ জন। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতি বছর জানুয়ারি মাসে হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে। এ পর্যন্ত ১৭ লাখ তথ্য আমাদের হাতে রয়েছে, যেটা জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেননি। আনুমানিক ৪৫ লাখ হতো এই সংখ্যাটা। আমাদের হাতে যে ১৭ লাখ তথ্য আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছি। আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এ বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা, ২৭ থেকে ২৮ লাখ ভোটার, কমবেশি হতে পারে; কিন্তু ভোটার হওয়ার যোগ্য। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই বছরে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় হালনাগাদটা সম্পন্ন হবে।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে কার্যক্রম সম্পন্ন করতে আমাদের আনুমানিক ছয় মাস সময় লাগবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শতভাগ শুদ্ধতার সঙ্গে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব এটা করব। ২ মার্চের পরেই শুরু করতে পারব বলে আশা করি। বিস্তারিত সময়সূচি ইসি সচিবালয় ঠিক করবে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App