ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি
সাইফুল আহ্বায়ক, বাতেন যুগ্ম আহ্বায়ক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে তলবি সভায় আগের কমিটি বাতিল করে মো. সাইফুল আলমকে আহ্বায়ক ও এমএ বাতেনকে যুগ্ম আহ্বায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অপর যুগ্ম আহ্বায়করা হচ্ছেন- আক্তারুজ্জামান বাবুল, এ এস এম আহম্মেদ খোকন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও আলমগীর কবির।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (দপ্তর) কাজী জোবায়ের মাসুদ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম অধিদপ্তরের চারজন প্রতিনিধির উপস্থিতিতে শনিবারের সভায় ঢাকা শহর ও শহরতলীর পরিবহন সেক্টরের নীতি নির্ধারক ও বিভিন্ন রুট কমিটির মালিক এবং নেতারা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। এতে আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেয়া হবে।
আরো পড়ুন: ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ পুলিশ
সভায় বক্তারা বলেন, আগষ্ট বিপ্লবের পর দেশের পরিবহণ খাতে সীমাহীন নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। সমিতির নেতাদের অনেকে গোপনে দেশ ছাড়েন, অনেকে দেশেই আত্নগোপনে আছেন। নেতৃত্ব না থাকায় এই সেক্টরে স্থবিরতা দেখা দেয়। এর অবস্থায় সমিতির গঠনতন্ত্রের ১২ (৫) ধারা অনুযায়ী আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।