এনআইডি নিয়ে নতুন যে আহ্বান জানালো ইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

এনআইডি নিয়ে নতুন আহ্বান ইসির। ছবি: সংগৃহীত
কোনো বিদেশি বা রোহিঙ্গাদের কেউ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেবার অপচেষ্টা করলে তাদের ধরিয়ে দেবার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক) অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই। বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই অবস্থায় বাংলাদেশের যেকোনো স্থানে/জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে (02-55007600); ই-মেইলে secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫-এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবকে জানানোর আহ্বান করেছে সংস্থাটি।
ভোটার তালিকা হালনাগাদে কমিশনের নির্দেশনার অপেক্ষা
এদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের আইন-কানুন সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন। গত কয়েকদিন ধরে অনুনাষ্ঠানিক বৈঠকের অংশ হিসেবে তারা জেনে নিয়েছেন ভোটার তালিকার আইন-কানুন। এক্ষেত্রে নতুন কমিশনের নির্দেশনায় অপেক্ষায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রস্তুত করে প্রকাশ করি ২ জানুয়ারি। এ খসড়া তালিকা প্রকাশ করার পর কেউ যদি মনে করে সে খসড়া তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, তখন তার আবেদনের প্রেক্ষিতে ভোটার হওয়ার যোগ্য হলে ভোটার হিসাবে গণ্য করা হয়। এ কাজ আমাদের শেষ করতে হয় মার্চের দুই তারিখের মধ্যে বা তার আগে।
কারণ দুই তারিখে এ সংশোধনী বা আমাদের ডাটাবেজে আগের যে তথ্য থাকে তার আলোকে যারা প্রতি বছর ১ জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ হয় তারা ওই বছরেরই ভোটার তালিকায় যুক্ত হয়। এ কাজটা আমাদের সামনে করতে হবে। এ বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। এর বাইরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কি কি প্রস্তুতি প্রয়োজন সে প্রস্তুতি সম্পর্কে আমরা কমিশনকে অবহিত করেছি। কমিশন যদি আমাদের বলে তাহলে আমাদের তো কাজটা করতে হবে। কমিশন যেভাবে চাইবে সেভাবে আমাদের শেষ করতে হবে এবং সে প্রস্তুতি আমাদের নিতে হবে। বাড়িবাড়ি গিয়ে হালনাগাদ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করেছি।
আরো পড়ুন: আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি: ড. ইউনূস
আরো পড়ুন: অভিযোগ আসলে কোন ছাড় নয়: ডিএমপি কমিশনার