আ.লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিসহ নতুন মামলায় ১৮ জন গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম

সালমান এফ রহমান-আ স ম ফিরোজ-কামরুল ইসলাম-হাজী সেলিম
আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় পার্টির নেতা ও সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন মামলায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ি থানার চার মামলায়, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে বংশাল থানার এক মামলায়, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, চট্টগ্রামের রাউজান আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কোতয়ালী থানার এক মামলায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়, পুরান ঢাকার সাবেক এমপি সোলায়মান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার একটি মামলা করে তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার পাঁচ, বংশাল থানার দুই ও কোতয়ালি থানার একটিসহ মোট আটটি মামলায় এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিন, লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের চার দিন, চকবাজারের চানখারপুল এলাকায় রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় সোলায়মান সেলিমের আরও তিন দিন এবং যাত্রাবাড়ীতে সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।