সেলিব্রেটিদের দিয়ে ধূমপান-মাদক সেবনের প্রচারণা বন্ধের আহ্বান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ছবি: ভোরের কাগজ
চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েবসিরিজে সেলিব্রেটিদের দিয়ে ধূমপান ও মাদক সেবনের প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছেন তরুণ শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) উদ্যোগে আয়োজিত তামাক ও মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় সচেতনতামূলক অনুষ্ঠানি অনুষ্ঠিত হয়। বলা হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়। সেলিব্রেটিদের হাতে সিগারেট ও এলকোহল তরুণদেরকে প্ররোচণা করে নেশায় দিকে ধাবিত করতে পারে। অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে ও স্বাস্থ্যবান জাতি গঠনে তাই এখনই সচেতনতা বাড়ানোর সময়।
কর্মসূচির উদ্বোধন করে আইইউবিএটি এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এর পরেই কর্মজীবন ও পরিবারসহ রাষ্ট্রের নানাবিধ দায়িত্ব নেয়ার সময়। এসময়ে তামাক বা মাদকের হাতছানি এড়িয়ে চলতে হবে। তরুণদের পছন্দের বিনোদন মাধ্যম চলচ্চিত্রে ধূমপান, মাদক সেবনের দৃশ্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তরুণরা বিপথগামী হলে বাংলাদেশ উন্নয়নের গতিপথ থেকে ছিটকে যেতে পারে। কারণ, সুস্থ-সবল জনগোষ্ঠি উন্নয়নের চাবি কাঠি।
অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে ধূমপানের দৃশ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। ছোটরা অনুকরণ প্রিয়। সেলিব্রেটিদের হাতে সিগারেট, এলকোহল তরুণদের মধ্যে বিপথগামী পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের রুপ ধারণ করতে পারে কারণ, এসব দৃশ্য কিশোর-তরুণদেরকে নেশায় প্ররোচনা দিচ্ছে। তাই এখনই সচেতনতা বাড়ানোর সময়। আগামীতে চিকিৎসা খাতের চাপ ও স্বাস্থ্য ব্যয় কমানোর লক্ষে আজকের কিশোর-তরুণদের ধূমপানসহ সব ক্ষতিকর নেশা থেকে বিরত রাখতে সচেতনতা কর্মসূচির বিকল্প নেই।