সংবিধানে সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

ছবি: সংগৃহীত
বর্তমান সংবিধানে গণভোটের বিধান না থাকলেও সংবিধান সংশোধনের বৈধতা দিতে নতুন প্রস্তাবে তা যুক্ত করা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের ওই প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা 'হ্যাঁ-না' ব্যালটে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে।
এছাড়া অংশীজনের প্রস্তাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হাতে নির্বাহী ক্ষমতা দেয়া, সংসদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্বসহ সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রস্তাব এসেছে।
সরকার পতনের পর থেকেই রাষ্ট্রকাঠামো সংস্কারের জোর দাবি ওঠে। ইতোমধ্যে অভ্যূত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনগুলো নানা প্রস্তাব তুলে ধরেছে। এর পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছে সংস্কার কমিশন। সেখানে বিভিন্ন অনুচ্ছেদের পরিবর্তন এবং পরিমার্জনের প্রস্তাবের সঙ্গে সংশোধনের প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মতামত নেয়া হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি কমিশন বৈঠকে না বসলেও তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহবান করা হয়েছে। এর মধ্যে সংবিধানে গণভোটের পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাবও রয়েছে। আদালতে ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলার শুনানি চলছে। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার মধ্যে হয়তো আদালতের রায় এসে যাবে।
এ সপ্তাহেই শেষ হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে অংশীজনের মতবিনিময়। সরকার নির্ধারিত ৯০ দিনের মধ্যেই কমিশন তার সুপারিশ প্রকাশ করতে যাচ্ছে। মূলত ৩১ ডিসেম্বরের মধ্যেই কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়ার কথা।