আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে যা বললেন সমন্বয়ক সারজিস

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

সারজিস আলম। ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা একের পর এক আন্দোলন, সংঘর্ষসহ নানা ঘটনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে বেড়েছে জননিরাপত্তা ঝুঁকি।
এদিকে কয়েক দিনের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষের পর রিকশাচালকদের আন্দোলন, এর পর পুরান ঢাকায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ; সবশেষ সোমবার কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা হয়।
এমন অবস্থায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ফেসবুকে পোস্টটি করেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।
এদিকে গতকাল আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ব্যতিক্রমী পোস্ট করেছেন ফেসবুকে। সুরা বাকারা, আয়াত : ২১৪ নম্বর আয়াত তুলেছেন তিনি, লিখেছেন, ‘ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!’