নতুন নির্বাচন কমিশনার হলেন যারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

গত ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার পদে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনাররা হলেন, অতিরিক্ত সচিব (অব.) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অব.) মো. আবদুর রহমানেল মাসুদ, যুগ্ম সচিব (অব.) বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। বুধবার (২০ নভেম্বর) ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির দপ্তরে পাঠান। তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি।
গত ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
আরো পড়ুন : প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন