হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি, কাদের উদ্দেশে এ কথা বললেন ফারুকী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

মোস্তফা সরয়ার ফারুকী
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশাল এই দায়িত্ব পাওয়ার পর অনেকে তার অপসারণের দাবিতে আন্দোলন করেন। গুঞ্জন ওঠে তিনি পদত্যাগ করেছেন; কিন্তু বিষয়টি সঠিক নয়। এসব সমালোচনার মধ্যে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনো খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।’
হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি। সেই পোস্টের কমেন্ট বক্সে লাবু কালাম লিখেছেন, ‘এরা শিল্পী নয় এরা সেফ ভার, এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করলে তবেই এদের কুরুচিপূর্ণ মানুষিকতাকে নির্মূল করা যাবে, অন্যথায় মুক্তি নাই।’
আরেকজন লিখেছেন ‘হিটু ভাই সম্ভবত লজ্জিত। তিনি হয় তো মনে মনে খুশি মনে বলেন মানুষ খালি আমারে ঘৃণা করতো এখন আমার কাতারে আরো আসতেছে।’ আরেকজনের বলেন, ‘তাদের নুন্যতম সেন্স অফ হিউমার নেই, এইখানে এসে হাহা রিয়েক্ট দিয়ে যাবে, এই রিয়াক্ট-ই তাদের ভার্চুয়াল অস্ত্র।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেদিন শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় ফারুকী বলেছিলেন, ‘আমি কখনো কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবিনি। কিন্তু অধ্যাপক ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং (লোভনীয়), না বলাটা মুশকিল।’