১৬ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

শেখ হাসিনা-ডোনাল্ড ট্রাম্প-তারেক রহমান
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় আরো বাড়লো
সারাদেশে সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় আরো বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে সংযোগ তৈরি করতে প্রতিবেশি দেশ দুটিকে ‘ক্রীড়া কূটনীতি’র বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
আবার উন্মুক্ত হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। শনিবার (১৬ নভেম্বর) কাজীর দেউরীর জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) আইজিপি মো. ময়নুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতীয় আমেরিকানদের যে যোগাযোগের চেষ্টা তার নেতৃত্বে দিচ্ছেন ভরত বড়াই নামে একজন চিকিৎসক। তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় কমিউনিটির একজন প্রভাবশালী নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে প্রতারণা, সতর্ক করলো ধর্ম মন্ত্রণালয়
হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে একাধিক প্রতারক চক্রের মাঠে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এরূপ প্রতারক চক্র হতে সতর্ক থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব গুরুতর অন্যায়: বদিউল আলম
দেশের জাতীয়-স্থানীয় নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ বা পক্ষপাতিত্ব গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। এ সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই। সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল। তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হবো। তাদের কিছু কিছু সিদ্ধান্ত জনআকঙ্খার বিপরীতে যাচ্ছে, জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুালো চাপিয়ে দিতে চাইছে।
নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা
নভেম্বরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী নভেম্বরের ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (১৫ নভেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।