ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের থাকা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

ছবি: সংগৃহীত
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ২-১ সিরিজ হারে শান্ত বাহিনী। তবে কোন সিরিজেই খেলেননি সাকিব আল হাসান।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও সাকিব নেই। ওয়ানডে সিরিজে সাবেক এই টাইগার দলপতি থাকবেন কিনা, তা নিয়েও শঙ্কা আছে। কয়েকদিন ধরেই এমন আলোচনা-গুঞ্জন চলছে। আগ্রহ প্রকাশের পরও দেশের মাটিতে টেস্ট খেলতে পারেননি সাকিব। নিরাপত্তা শঙ্কায় হোম অব ক্রিকেটে তার শেষ টেস্ট খেলার স্বপ্ন এখনও ঝুলে আছে। এ ঘটনায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে সরিয়ে নেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেও ফের আলোচনায় সাবেক বিশ্বেসেরা এই অলরাউন্ডার। যদিও স্কোয়াডে খেলোয়াড় ডাকার অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি), তবুও বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে গণমাধ্যমে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য জানালেন, সাকিব ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভর থাকার কথা।
আসিফের ভাষ্য, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি; ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।’