×

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান যত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান যত

ছবি: সংগৃহীত

   

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী। 

গতকাল ১২১ স্কোর নিয়ে ৯ম স্থানে ছিল এই শহর। তবে আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারে ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২২০, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে ৭৩২ স্কোর নিয়ে দূষণের তালিকায় ১ম স্থানে পাকিস্তানের লাহোর। পাশাপাশি ২য় স্থানে রয়েছে দিল্লি, স্কোর ৬৭০।

আইকিউএয়ার স্কোর ০ থেকে ৫০ থাকলে তা ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় এবং  ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তাছাড়া ১৫০ পেরিয়ে গেলে তা সার্বিকভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে ধরা হয়। আর যদি এই স্কোর  ৩০১-এর বেশি হয়, তবে তা দুর্যোগপূর্ণ বিবেচিত হয়।

২২০ আইকিউএয়ার স্কোর নিয়ে ঢাকার বায়ু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ অবস্থায় হুমকির মুখে সব ধরনের মানুষের স্বাস্থ্য। তাই সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আজও ঢাকার দূষিত বাতাসের ক্ষতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া ঘরের জানালা বন্ধ রাখার কথা জানিয়েছে আইকিউএয়ার।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা এবং গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বন দূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App