যমুনা সেতু ব্লক করে দেয়ার হুঁশিয়ারি সমন্বয়ক মাহিন সরকারের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

ছবি: ভোরের কাগজ
আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে দুইজন করে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় যমুনা সেতু ব্লক করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘোষণা দেন। তিনি বলেন, ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ আমাদের রংপুর বিভাগের। ২৪ এর অভ্যুত্থানে প্রথম শহীদ আমাদের রংপুর বিভাগের। তাহলে আমাদের সঙ্গে কেন এতো বৈষম্য করা হবে।
আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি দুজন করে উপদেষ্টা নিয়োগ না দেয়া হয় তাহলে যমুনা সেতু ব্লক করে দেয়া হবে। আমরা কি শুধু রক্ত দেয়ার জন্য আছি ।