×

জাতীয়

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি

রবিবার নতুন করে ৩ জন উপদেষ্টার শপথ গ্রহণের পর থেকে ফুঁসে উঠেছে রংপুরবাসী। ছবি : সংগৃহীত

   

উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। উপদেষ্টা নিয়োগে বৈষম্যের প্রতিবাদে সোমবার (১১ নভেম্বর) বিকালে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি রংপুরকে দেশের এক নম্বর জেলা হিসেবে পরিণত করতে দ্রুত উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন তারা। 

বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে দেশে সর্বপ্রথম প্রাণ দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগে দেশের ছাত্র-জনতা জেগে উঠেছিল। পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে বলেছেন রংপুর হবে এক নম্বর জেলা। অথচ উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা রাখা হয়নি। ফলে বিগত দিনের মত বর্তমানেও উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এখানকার মানুষের সমস্যাগুলো তুলে ধরে কাজ করার মত মানুষ নেই উপদেষ্টা পরিষদে।

অবিলম্বে রংপুরসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা। সেই সঙ্গে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে উপদেষ্টা মন্ডলীতে যুক্ত করার আহ্বানও জানান তারা।

এদিকে রবিবার নতুন করে ৩ জন উপদেষ্টার শপথ গ্রহণের পর থেকে ফুঁসে উঠেছে রংপুরবাসী। রংপুর থেকে কোনো উপদেষ্টা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ‘লাশ চাই উত্তরের, সব শাসক হবে দক্ষিণের?’ এমন প্রশ্ন রেখে প্রতিবাদ স্বরূপ ফেসবুকের প্রোফাইলের রং লাল করেছেন অনেকে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ খন্দকার, আলমগীর নয়নসহ অন্যরা।

আরো পড়ুন : আখতার হোসেনকে উপদেষ্টা করতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম


 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App