×

জাতীয়

উপদেষ্টা আসিফ নজরুলের ওপর অশোভন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

উপদেষ্টা আসিফ নজরুলের ওপর অশোভন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা

ছবি: ভোরের কাগজ

   

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে হওয়া অশোভন আচরণের নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি। সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরাম আহ্বায়ক মুহা: নুরুল ইসলাম উজ্জল বলেন , হাজার হাজার ছাত্র-জনতার জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে গত স্বৈরাচার সরকারের পতন ও পলায়নের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরে এসেছে। আজ আমরা সকল শহীদদের স্মরণ করছি ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। অত্যন্ত দুঃখজনক যে, স্বৈরাচারের কিছু প্রেতাত্বা, দোসর এখনো সরকারের প্রশাসন ও দেশ বিদেশে ছড়িয়ে আছে। 

তারা বর্তমান সরকারের সুন্দর অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে কিছু দুষ্কৃতকারী অন্তবর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এর সঙ্গে অশোভনীয় আচরণ করে। বিদেশে নিজ দেশের সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সঙ্গে অশোভনীয় আচরণ দেশ ও দেশের জনগণের আত্ম মর্যাদার উপর আঘাত আনে, যাহা অনেকটা আমাদের গণতন্ত্রের উপর হুমকিস্বরূপ।

এ ধরনের উশৃংখল আচরণে বোঝা যায় যে, তারা হানাহানির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থনীতির উপর আঘাত করে দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই হীন ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশের সকল জনসাধারণকে সচেষ্ট হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। উক্ত ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের নিকট বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা অপচেষ্টা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ এবং মেয়াদ অনির্দিষ্ট রেখে অধ্যাদেশ জারির প্রচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং নিন্দনীয়। সরকারকে বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানায় দলটি।

সর্বশেষ বৈষম্যবিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরামের পক্ষ থেকে উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং যে সকল দুষ্কৃতকারী উক্ত ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদের পাসপোর্ট বাতিলসহ দেশের প্রচলিত আইনে বিচারের দাবী জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App