পেঁয়াজ আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সুবিধা ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
বুধবার (৬ নভেম্বর) এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানির ওপর বিদ্যমান শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ মোট করভার আর থাকছে না।
এতে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে সরবরাহ বাড়বে। ফলে পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
এর আগে, গত ৩১ অক্টোবর দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার পর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন পেঁয়াজ আমদানির ওপর কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছিল। ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর এনবিআর পেঁয়াজ আমদানিতে আরোপিত সকল নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করেছিল।