×

জাতীয়

ট্রাম্পকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

ট্রাম্পকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার

ছবি: সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সদ্যবিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের তরফ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানায়। আমরা মনে করি, তার এই বিজয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরো উচ্চতায় যাবে। জুলাই-আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতোমধ্যে ভালো সম্পর্ক আছে। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর এই সম্পর্ক ভিন্ন মাত্রায় এসেছে। কারণ যুক্তরাষ্ট্র চায় পৃথিবীর সব দেশে গণতন্ত্র থাকুক, সবাই গনতন্ত্রের চর্চা করুক। গত ১৫/১৬ বছর বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল-সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো গণতান্ত্রিক উত্তরণ ঘটানো। সেই কারণে যুক্তরাষ্ট্র উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে এখন কাজ করা আরো বাড়িয়ে দিয়েছে।

প্রেস সচিব বলেন, অন্তর্বতী সরকার গণতন্ত্র উত্তরণে কাজ করছে। আমরা মনে করি, গণতন্ত্র উত্তরণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গে ট্রাম্পও চাইবে সারা পৃথিবীতে গণতন্ত্রের বিস্তার ঘটুক। তাই আমরা আশা করছি, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

অধ্যাপক ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সঙ্গে সুসম্পর্ক আছে। এই দুই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে তিনি জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App