×

জাতীয়

২৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি পেলো রাজশাহী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

২৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি পেলো রাজশাহী

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। ছবি: ভোরের কাগজ

   

২৫৪ বছরের ইতিহাসে এই প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) পেল রাজশাহীবাসী। রবিবার (৩ নভেম্বর) সকালে রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহীতে যোগদান করেন আফিয়া আখতার। 

 গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়। 

 শনিবার ( ২ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিজ কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারকে ফুলেল শুভেচ্ছা জানান। 

প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭৬৯ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী জেলা প্রতিষ্ঠার সময়ে প্রথম ডিসি নিয়োগ পান মিস্টার সি. ডাব্লিউ বাউটন রাউস। এরপর দীর্ঘ ২৫৪ বছরের পথপরিক্রমায় ১২৬ জন ডিসির রাজশাহীতে দায়িত্ব পালন করেন। তবে তাদের মধ্যে কোনো নারী ডিসি পদে নিয়োগ পাননি। এই প্রথম আফিয়া আখতার রাজশাহী জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহীর নতুন ডিসি আফিয়া আখতার যশোর কোতোয়ালি থানায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি, ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।  এরপর ২৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী কমিশনার পদে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। 

আফিয়া আখতার ২০১১ সালের মে থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁর বদলগাছী ও নওগাঁ সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি); ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত রাঙামাটির কাউখালী ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও); ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক; ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ২০২১ সালের ডিসেম্বর থেকে তিনি চট্টগ্রাম বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব পালন করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App