×

জাতীয়

এনবিআরের দ্বিতীয় সচিব আরজিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম

এনবিআরের দ্বিতীয় সচিব আরজিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরজিনা খাতুন।

   

জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) বিভাগের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন, দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) এস.এম. মামুনুর রশীদ আদালতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানির সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন। 

আবেদনে উল্লেখ করা হয়েছে, আরজিনা খাতুনের বিরুদ্ধে ঘুস গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে, সম্ভাব্য দেশত্যাগের আশঙ্কা থাকায় আদালত এই নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। 

এ ঘটনায় বিশেষজ্ঞরা জানান, এমন পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। তারা আশা প্রকাশ করেন, এই ব্যবস্থা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। 

এদিকে, অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরজিনা খাতুনের বিরুদ্ধে আরো কোন তথ্য আসলে তা অবিলম্বে জনগণের সামনে তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছে দুদক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App