×

জাতীয়

আনসার ডিজি

রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম

রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে

আনসার ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: ভোরের কাগজ

   

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, চাকরি স্থায়ীকরণের দাবি তুলে দেশের বিভিন্ন জায়গায় ভিডিপি সদস্যদের মধ্যে অস্থিরতা তৈরীর চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। যারা রাজনৈতীক ছত্রছায়ায় ভিডিপি সদস্যদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে। অথচ চলতি বছরে পাশ হওয়া নতুন নীতিমালা অনুযায়ী তাদের স্থায়ীকরণের কোনো সুযোগ নেই। সুতরাং ব্যাটেলিয়ন আনসার ও সাধারণ আনসার বাদে ৫৮ লাখেরও বেশি এই ভিডিপি সদস্যদের স্থায়ীকরণের দাবিটি বর্তমান সরকারকে বিব্রত পরিস্থিতে তুলতেই করা হচ্ছে। ইতোমধ্যে ভিডিপি সদস্যদের বিভ্রান্ত করা ৪ জন দলনেতাকে বহিস্কার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশের ভিডিপি দলনেতাদের সঙ্গে আমরা আলোচনা করছি। এরপরও কেউ অপতৎপরতা চালালে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদরদপ্তরে ‘ভিডিপি দলনেতা ও দলনেত্রীদের কার্যক্রম সম্পর্কিত’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আনসার ডিজি বলেন, সারাদেশে ৩০ হাজারেরও বেশি ভিডিপির দলনেতা ও দলনেত্রী রয়েছেন। তাদের নেতৃত্বে ৫৮ লাখেরও বেশি ভিডিপি সদস্য দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। কিন্তু গত ১৬ বছর এই বৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী শুধুমাত্র নির্বাচনে দায়িত্ব পালন ও বন্যা কবলিত এলাকায় দায়িত্ব পালনে সীমাবদ্ধ ছিলো। তবে পরিবর্তিত প্রেক্ষাপটের পর আনসার ও ভিডিপিতে অভ্যন্তরীন সংস্কার কাজ চলমান রয়েছে। ৮০-এর দশকে খাল খনন, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তায় ভিডিপি সদস্যরা তাদের সমতার প্রমাণ দিয়েছে। ‘অপারেশন রেলরা’, ‘অপারেশন সুরতি যাতায়াতসহ বিভিন্ন জাতীয় প্রয়োজনে ভিডিপির স্বেচ্ছাসেবীরা জনগণের পাশে থেকে সুনাম অর্জন করেছে। আমরা ওই মূলচেতনায় ফিরতে চাই।

আরো পড়ুন: বাংলাদেশে আরো সৌদি বিনিয়োগ চাইলেন ড. ইউনূস

মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, ভিডিপি আইন ও নীতিমালা অনুযায়ী, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে বাহিনী নিরলসভাবে কাজ করছে। মৌলিক প্রশিক্ষণকে আরো আধুনিক ও আকর্ষণীয় করতে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট সংযোজন করা হচ্ছে, যা প্রশিক্ষণকে সহজবোধ্য ও কার্যকরী করে তুলবে। কর্মদক্ষ সদস্যদের মধ্যে যারা স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখবে তাদেরকে সাধারণ আনসার পদে অগ্রাধিকার দিয়ে নিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে। ভবিষ্যৎ কর্মদতা বৃদ্ধির লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, পিকেএসএফ, কারিগরি প্রশিণ কেন্দ্র, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আনসার-ভিডিপি কারিগরি প্রশিণের মানোন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ প্রশিক্ষণ সমাপ্তির পর স্বাবলম্বী হতে আর্থিক সহায়তার জন্য ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের পাশে থাকবে, যেখান থেকে জামানতবিহীন ঋণ সুবিধা পাওয়া যাবে। ভিডিপি দলনেতা এবং দলনেত্রীদের গুণগত ও মানগত প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কিছু সূচক নির্ধারণ করা হয়েছে যাতে তৃণমূল পর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং সামাজিক সুরক্ষায় তারা আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পটপরিবর্তনের পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সাধারণ আনসারদের বিদ্রোহের ঘটনায় অংশ নেয়া সদস্যদের সংখ্যা অনেক। তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলন বেগবান করতে জোরালো ভূমিকা রেখেছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ৪ হাজারেরও বেশি সদস্যকে সাধারণ ক্ষমা করা হয়েছে। আরো অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App