বাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

আবুল কাসেম ফজলুল হক।
বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। অন্তর্বর্তী সরকার আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছেন। তিনি সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি এই পদে দায়িত্ব নিয়েছিলেন এবং সম্প্রতি ১৭ অক্টোবরে পদত্যাগ করেন।
৮৪ বছর বয়সি আবুল কাসেম ফজলুল হক দীর্ঘ চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’র আহ্বায়ক হিসেবে বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহারের জন্য সোচ্চার রয়েছেন।
পদ নেয়ার বিষয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি এখনো চিঠি হাতে পাইনি। হয়ত আমার দপ্তরে পাঠিয়ে থাকতে পারে। তবে যারা আমাকে এই পদে মনোনীত করেছেন, তাদের ধন্যবাদ জানাই।‘ তিনি আরো বলেন, বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান। কিছু সংকীর্ণ লোকজন এটি পরিচালনা করার কারণে ধীরে ধীরে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, যাতে এটি জাতীয় প্রতিষ্ঠান হয়ে থাকতে পারে এবং বাংলা একাডেমির কাজ সঠিকভাবে সম্পাদিত হতে পারে।