×

জাতীয়

২৬ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:৫৫ পিএম

২৬ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

মো. সাহাবুদ্দিন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হাসনাত আব্দুল্লাহ

   

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত জানালো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির অপসারণ, দ্বিতীয় প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। তারা দলীয় ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। 

ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা কোথাও মিছিল-মিটিং করতে পারবে না। কোথাও মিছিল করলে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ চায় জামায়াতে ইসলামী

 রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায় জামায়াতে ইসলামী- এমনটাই মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দেবে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ তথ্য জানান।

জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, আহত ৪

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে মাদক কারবার নিয়ন্ত্রণ ঘিরে ফের গোলাগুলি হয়েছে। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তিনি ১২৩ ভোট পেয়েছেন।  প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। নির্বাচন হয়েছে শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাফুফের নির্বাচনে সভাপতি পদে এবারই এত বড় ব্যবধানে জিতলেন কেউ।

৬ দিনে ভারত থেকে এলো সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ছয়দিনে তিন হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আসায় পণ্যটির দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী শুক্রবার (২৫ অক্টোবর) বলেন, হিলি স্থলবন্দর পাইকারি বাজারের আড়তগুলোতে শুক্রবার বিকেলে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আ.লীগ জিন্দাবাদ’, দুই কর্মী বরখাস্ত

কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শনের ঘটনায় রেলের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।  শনিবার (২৬ অক্টোবর) রেল কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সাময়িক বরখাস্তদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক বিভাগের সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন ও অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী।

তেল-গ্যাস রক্ষা কমিটির সভায় রামপাল-রূপপুর বাতিল করার দাবি

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে সংগঠিত সব জ্বালানি অপরাধের বিচারের দাবি জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। তারা আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি ও সম্ভাব্য চুক্তি পুনর্মূল্যায়নেরও দাবি জানায়। বক্তারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে লুটেরামুক্ত করে জাতীয় সক্ষমতা বাড়ানো এবং সুলভ, স্বনির্ভর ও প্রাণ প্রকৃতি বান্ধব মহাপরিকল্পনা নিতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানায়।  শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের রূপরেখা: বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি উপস্থাপন করা হয়। 

১২৪ হজ এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮ হাজার ৩৩৪ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। তবে আগামী বছরের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি পাওয়া এজেন্সির মধ্যে ১২৪টির কোনো প্রাক/নিবন্ধিত বা প্রাথমিক নিবন্ধিত হজ-যাত্রী নেই। এসব এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে হজ এজেন্সিগুলোর কাছে ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App