চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম

চা বোর্ডের নতুন চেয়ারম্যান বাণিজ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন | ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। যোগদানের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে চা বোর্ডের চেয়ারম্যান আলোচনা করেন। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব কর্মক্ষেত্রে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আরো পড়ুন: ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ