×

জাতীয়

শাসক পালিয়ে গেলে তার পদত্যাগ করা না করায় কিছু যায় আসে না: নজরুল ইসলাম খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

শাসক পালিয়ে গেলে তার পদত্যাগ করা না করায় কিছু যায় আসে না: নজরুল ইসলাম খান

ছবি: ভোরের কাগজ

   

সাবেক প্রদানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ‘বির্তক সৃষ্টি’ কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একজন শাসক যখন পালিয়ে যায় তখন তিনি পদত্যাগ করলেন কি করলেন না তাতে কিছু আসে যায় না, যিনি পালিয়ে যান, তার পদত্যাগ করা বা না করায় কি আাসে যায়; উনি পলাতক।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যে নিয়ে ব্যাপক আলোচনার প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রশ্ন তোলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এ নিয়ে প্রসঙ্গটা পত্রিকায় তোলাটা সন্দেহজনক। এটা একটা দুশ্চিন্তার বিষয় যে, কেন হচ্ছে এটা। এটা সরকারের দায়িত্ব খোঁজ নেয়া ও সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া।

ছাত্র-জনতার বিপ্লবে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন সময়ে কারাবন্দি অবস্থায় থাকা নজরুল ইসলাম খান বলেন, এই প্রসঙ্গে আমি দুইটা ঘটনার প্রতি আপনাদের (শ্রোতাদের) দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যখন জেলখানায় যেটা ডিভিশন ওয়ার্ড ওটার নাম ‘চম্পাকলি’ যদিও কম্পাউন্ডে চম্পা ফুলের কোনো গাছ দেখিনি; একটা রুমের সামনে, একজন সাবেক কর্মকর্তা তিনি অনুমতি নিয়ে একটি টেলিভিশন রেখেছেন যেটাকে শুধু বিটিভি দেখা যায়। আমরা ওখানে বসে দেখলাম যে, আমাদের যিনি রাষ্ট্রপতি। তিনি তার পাশে তিন বাহিনী প্রধানকে নিয়ে বলছেন যে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি নিজে যখন জাতির সামনে জাতির উদ্দেশে বলেন, তিন বাহিনীর প্রধানকে পাশে দাঁড় করিয়ে যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তারপরে এ নিয়ে কোনো কথা থাকে? আর কোনো কথা থাকে না।

তিনি বলেন, এরপরে আমরা দেখলাম, যে প্রধানমন্ত্রীর ছেলে (সজীব ওয়াজেদ জয়) বললো যে, পদত্যাগ করেন নাই। তারপরে দেখলাম যে, শেখ হাসিনা নিজে এক টেলিফোন কনভারসেশন শুনলাম, যে উনি বলছেন, যেভাবে পদত্যাগ করার কথা আমি ওইভাবে পদত্যাগ করি নাই। তার মানে পদত্যাগ করেছেন। যেভাবে করার কথা ওইভাবে করেন নাই। তাহলে পদত্যাগ না করার আর তো প্রশ্ন থাকছে না। পদত্যাগ তো হয়েছে।

বাংলাদেশ লেবার পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা হয়। নজরুল ইসলাম খান বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা জানি বহু বাস-ট্রাকের মালিক আছে যারা অসন্তুষ্ট হয়েছে পরিবর্তনে। যেকেনো একটা রাস্তা একটা বাস বা ট্রাক কাত করে রেখে দিলেই একটা বড় যানজট সৃষ্টি হতে পারে। জনগন অসন্তুষ্ট হবে তাতে। আমাদের সেজন্য খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, কিছুদিন আগে দূর্গাপূজা হয়ে গেলো। ওই সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সবাই মিলে এটাকে প্রতিরোধ করা গেছে। আলহামদুলিল্লাহ। যেসব সমস্যা হয়েছে আমরা বিশ্বাস করি যে, উপযুক্ত তদন্ত করে কঠোর বিচার করা উচিত যাতে করে ভবিষ্যতে আর কেউ এরকম অপরাধ করার সাহস না পায়।

নজরুল ইসলাম খান বলেন, মানুষের যে কষ্ট। দ্রব্যমূল্যের অস্থিতিশীল অবস্থা এবং ক্রমবর্ধমান যে প্রবৃদ্ধি এটা আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে সরকারই ক্ষমতায় থাকুক তারা স্থায়ী বা অস্থায়ী এটা কোনো কথা নয় তাদের দায়িত্ব হলো জনগনের স্বস্তি নিশ্চিত করা। কাজেই আমরা অনুরোধ করব সরকারের কাছে যে আমদানি যেটা, সরকারের যতটা শক্তি থাকা দরকার ততটা শক্তি নাই। প্রশাসন বিশেষ করে পুলিশ তার পূর্ণাঙ্গ শক্তি সরকার প্রয়োগ করতে পারছে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে আওয়ামী লীগের লোকরাই দেশে নাই, ব্যবসা-বানিজ্যের মধ্যে নাই, সমস্যা সৃষ্টি করার সক্ষমতা নাই একথা বলা ভুল। আছে। নানাভাবে তারা সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু অন্যায় দমনের দায়িত্ব তো ফাইনালি সরকারের উপরে। 

বিএনপি নেতা বলেন, আমরা সহযোগিতা করতে পারি কিন্তু আমরা সরকারের পক্ষ হয়ে অন্যায় দমন করতে পারি না। আমরা অনুরোধ করব সরকারকে যে, খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হোক যাতে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে, জিনিসপত্রের দাম যেন স্থিতিশীল হয়।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণফোরাম সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ লেবার পার্টির নেতারা বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App