সাবেক এমপি মানিক রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় দুই দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) আসামিদের উপস্থিতিতে দ্রুতবিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও বিভিন্ন মেয়াদে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দেন দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক এবং আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুতবিচার আইনে ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এর মধ্যে মুহিবুর রহমান মানিক ৩ নম্বর আসামি। এই মামলায় মানিকসহ এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।