×

জাতীয়

মালিক সমিতির দাবি

এনায়েত উল্যাহ গায়ের জোরে মহাখালী থেকে বাস চালাতেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম

এনায়েত উল্যাহ গায়ের জোরে মহাখালী থেকে বাস চালাতেন

ছবি: সংগৃহীত

   

সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্যাহ গায়ের জোরে মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের বাস চালাতেন। তিনি কোনোদিন এই বাস টার্মিনালের মালিক সমিতির সদস্য হননি। মালিক-শ্রমিকদের তিনি কোনো সহায়তাও দেননি। সোমবার (২১ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাজী মো. আবুল কালাম এসব অভিযোগ করেন। 

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য পরিবহন সেক্টরের শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা কমানোর নানাবিধ পদক্ষেপ নিয়ে আমরা যখন ব্যস্ত সময় পার করছি, তখনই গার্মেন্টস সেক্টরের মতো সড়ক পরিবহন সেক্টরকে অশান্ত করার লক্ষ্যে স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ও কতিপয় সুবিধাভোগী মহল নানাভাবে উস্কানি দিয়ে পরিবহন সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। এই বিষয়ে আমরা পরিবহন সেক্টরের মালিক শ্রমিক সবাইকে সজাগ-দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন: ‘প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চালাতে হলে এই সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক। কিন্তু পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্যাহ দীর্ঘদিন এই বাস টার্মিনাল থেকে তার মালিকানাধীন এনা পরিবহনের বাস চালিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি কোনোদিন আমাদের সমিতির সদস্য হননি। আমাদের মালিক-শ্রমিকদের তিনি কোনোদিন কোনো সহায়তাও দেননি। তিনি গায়ের জোরে বাস চালিয়েছেন। তাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের ছিলো না।

আবুল কালাম বলেন, গত ৫ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি। বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি মহাখালী বাস টার্মিনালের চাঁদাবাজির গল্প করা হয়েছে। কিন্তু আমি দৃঢ় চিত্তে বলতে চাই, গত ৫ আগষ্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি। শুধু টার্মিনাল পরিচালন ব্যয় ও মসজিদের জন্য ১০ টাকা করে বাস প্রতি চাঁদা নেয়া হয়।

সংবাদ সম্মেলনে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ অন্যান্য পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App