পুলিশের ১৮৭ কর্মকর্তাকে সন্ত্রাসী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে দায়িত্বশীল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ ব্যাটালিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, পুলিশের ১৮৭ কর্মকর্তা এখনো বাহিনীতে যোগদান করেননি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব কর্মকর্তাকে তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনার হুমকি দেন।
উপদেষ্টা বলেন, ‘তারা আর পুলিশ নন, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’
এছাড়া, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের মধ্যে যারা দলীয় বিবেচনায় মেধার বাইরে বিসিএস কর্মকর্তার পদ পেয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এগুলো শুধু দলের আদেশে চাকরি পাওয়া লোকদের বিরুদ্ধে নয়, পুরোপুরি মেধাহীন নিয়োগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করেন। তার মতে, বিদ্যমান চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে।
আরো পড়ুন: যেভাবে এগোচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ
এসময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে বলেন, সরকারের কাছে তার কোনো তথ্য নেই এবং অনুসন্ধানী সাংবাদিকেরা তাকে ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে।
এদিন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।