শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবরোধ, দুর্ভোগে মানুষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০১:৪২ পিএম

ছবি: ভোরের কাগজ
সারাদেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ফলে চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন গন্তব্যে বের হওয়ার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন তারা।
বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন সাভারের বাসিন্দা রানী বেগম। তিনি জানান, সকালে ডায়াবেটিসের ডাক্তার দেখাতে হাসপাতালে আসছি। এখন ডাক্তার দেখানো শেষ হয়েছে, কিন্তু বাড়ি যাওয়ার গাড়ি পাচ্ছিনা। আর দাঁড়িয়ে থাকতে ও কষ্ট হচ্ছে। আন্দোলনকারীদের অনুরোধ করছি গাড়িগুলো ছেড়ে দিতে।
মোহাম্মদপুরগামী আরেক পথচারী বলেন, আমি শনির আখড়া থেকে মেয়ের বাসা মোহাম্মদপুর যাবো। রাস্তায় জ্যাম দেখে গুলিস্তান থেকে হেঁটে আসছি। এখানে এসে দেখি আন্দোলন হচ্ছে। দেখি বাকি পথও মনে হচ্ছে হেঁটে যেতে হবে।
এদিকে আন্দোলনকারীরা বলছে, কোন অপরাধ ছাড়াই বিনা কারণে কথায় কথায় চাকরিচ্যুত করা হয় দক্ষ কর্মচারীদের। দপ্তর, অধিদপ্তরগুলোতে কখনো কখনো প্রশাসনিক অনুমোদন না থাকায় ও নানারকম জটিলতায় কয়েক মাস অসহায় আউটসোর্সিং কর্মচারীদের বিনা বেতনেও কাজ করতে হয়। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হলে শাহবাগ মোড়ের অবরোধ ছাড়বো না।
আন্দোলনকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে সব ক্ষেত্রের বৈষম্য দূর করতে হবে। দ্রুত তাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা।