×

জাতীয়

১২ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:৪৮ পিএম

১২ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

ড. মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনা

   

সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। শনিবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংস্কার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা, রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা ও টেকসই সমাধান এবং শ্রম অধিকার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

রাজধানীতে সেনাবাহিনী-র‍্যাবের পোশাক পরে ডাকাতি, যা নিয়ে গেলো

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে।  শনিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে তিনটায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় বেড়ীবাঁধ এলাকার হাজী ভিলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৩টা থেকে সাড়ে তিনটার সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ৪ থেকে ৫টি হাইস ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র‍্যাবের কটি পরা এবং বাকি কয়েকজন সিভিলে ছিল। এসময় পঁচাশি লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় চক্রটি।

জানা গেলো আওয়ামী লীগ নেতাদের সর্বশেষ অবস্থান!

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে গেছেন। যদিও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, তবে শেখ হাসিনা ও তার পরিবার সংশ্লিষ্ট প্রভাবশালী অনেক সদস্যই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ৫ আগস্ট ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং একাধিকবার ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও ভারতের অবস্থান করছেন।

এবার এইচএসসির ফলাফল ঘোষণায় যে পরিবর্তন আসছে

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (১৫ অক্টোবর)। ওই দিন বেলা ১১টায় সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। তবে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতায় কিছু পরিবর্তন আনা হচ্ছে।  জানা গেছে, এবার অন্য বছরের মতো সরকারপ্রধান ফল ঘোষণা করবেন না। প্রধান উপদেষ্টা এমনকি শিক্ষা উপদেষ্টাও এবার এইচএসসি ও সমমানের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন না।

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া গত একদিনে ৯১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তামিমের মায়ের আহাজারি: আমার বুকটা জ্বলতাছে, ছেলেটাকে কেমন কইরা মারল

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধনে উপস্থিত হয়ে তামিমের মা খুরশিদা বেগম বলেন, ‘আমার কিছু বলার নাই। আমার ছেলেটা অনেক নিরীহ ছিল। আমার ছেলে কোনোদিন কারও সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। সবাইরে সালাম দিয়ে কথা বলছে। আমার ছেলেটা যাওয়া মাত্রই আমার ছেলেটাকে মেরে ফেলছে। এমন মারা মারছে, ছেলেটা এসে বলতেছে, মা আমার বুকটা ব্যথা করে।’

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনে নির্দেশ

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। গত ৮ অক্টোবর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচার শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে সাভার মডেল থানাধীন জামিনে খাতামুন নবীঈনের জামিয়া খাতামুন কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের কথাও বলা হয়।

শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

 পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের সেবাসঙ্গ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।

মণ্ডপ থেকে ফিরে বমি, হাসপাতালে নেয়ার পর ২ তরুণীর মৃত্যু

ফরিদপুরে পূজার মণ্ডপ থেকে ফিরে দুই তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয় এবং অপরজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা বাইরে অ্যালকোহল পান করেছিলেন। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর শহরের আলীপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

শেখ হাসিনা কি দালাই লামার মতো ভারতে ‘ট্রাভেল ডকুমেন্ট’ পেয়েছে?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছে বলে সম্প্রতি বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে দেশ-বিদেশের গণমাধ্যমে গুঞ্জন ছড়ালেও, ভারতের পক্ষ থেকে এখনো কোনো সরকারি ঘোষণা আসেনি। তবে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দাবি করেছেন, ভারত থেকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ পাওয়ার ফলে বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না।

ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: তারেক রহমান

 বাংলাদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তাঁতীবাজারে মণ্ডপে হামলা ও সাতক্ষীরায় মন্দিরে চুরি, যা বললো ভারত

বাংলাদেশে পূজামণ্ডপে হামলা, হিন্দু মন্দিরকে 'অপবিত্রকরণ' ও ক্ষয়ক্ষতির বিষয়ে শনিবার (১২ অক্টোবর) বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, রাজধানী ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। 

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ সুপারিশ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর ও নারীদের ক্ষেত্রে ৩৭ এর সুপারিশ করেছে কর্তৃপক্ষ। এর আগে সরকারি চাকরিতে প্রবেশ বিষয়ে প্রতিবেদন দিয়েছে গঠিত কমিটি। প্রতিবেদনে চাকরিতে বয়স বাড়ানোর পক্ষে সুপারিশ করা হয়। কমিটির সদস্য সদ্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পাওয়া (আগের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশের লজ্জাজনক হার

লক্ষ্যটা ২৯৮! পাহাড়সমান লক্ষ্য তাড়ায় নেমে অবিশ্বাস্য কিছুই করতে হতো বাংলাদেশকে। তবে শেষমেশ তা হয়নি। উল্টো ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ।  শনিবার (১২ অক্টোবর) রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের রেকর্ড পুঁজি পায় ভারত। জবাবে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ১৩৩ রানের এই পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জা পেলো টাইগাররা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App