আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন স্ট্যাটাসে যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
দেশে এসেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর দিন কয়েক পার হয়েছে কিন্তু এখনো কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও আসেননি সামনে। একরকম নীরবে কাউকে না জানিয়ে এসেছেন তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে দেখা যায় তাকে। যেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অনেক আলেম। প্রোগ্রামে মিজানুর রহমান আজহারীর সঙ্গে সাক্ষাৎ করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস, যা লিখলেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে ফেসবুকে একটি পোস্ট করেছেন মাসুদ সাঈদী। পোস্টে তিনি লিখেন, প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীর আমন্ত্রণে আজ গিয়েছিলাম ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে।
তিনি বলেন, এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে এটাই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, যদিও আসার পর ফোনে কথা হয়েছে কয়েকবার।
মাসুদ সাঈদী আরো বলেন, সব ঘরানার ওলামায়ে কেরামের এক মিলনমেলা ছিল আজকের প্রোগ্রাম। ওলামাগণের এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের কাম্য। আল্লাহ তায়ালা মিজানুর রহমান আজহারীকে নেক হায়াত দান করুন। তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিন। দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার তাওফিক দান করুন।