ষড়যন্ত্রকারীরা থেমে নেই, শেখ হাসিনাকে রক্ষার আহ্বান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১০:৪৩ পিএম

রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু জম্মেছিলেন বলেই আজ বাংলাদেশের জম্ম হয়েছে। তার সুযোগ্য কন্যার হাত ধরে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বুধবার (১১ নবেম্বর) রাতে জাতীয় সংসদে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে ভাষণ দেবার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গ বন্ধুর স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা আজকে বিধবা ভাতা, বয়ষ্কভাতাসহ সামাজিক নিরাপত্তা আবরনীতে আবিষ্ট করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা শেখ হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করছেন। তাই আমাদের কাজ হলো তাকে রক্ষা করার জন্য তার হাতকে শক্ত করা।
রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনে দুটি জিনিষ অর্জন করেছিলেন, একটা ভালবাসা অপরটি বিশ্বাস। তিনি কখনো অনিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেকোন বিষয়ে তিনি নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হয়েছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে তিনি বার বার কারাবরণ করেছেন। তিনি মন্ত্রীত্ব ত্যাগ করে দলকে সম্মৃদ্ধ করেছিলেন। তিনি মানুষের ওপর সব চেয়ে নির্ভর করেছেন, ছাত্রদের ওপর সব সময় প্রাধান্য দিয়েছেন। লড়াইয়ে বিজয়ী হতে গেলে ছাত্র সমাজকে তিনি প্রাধান্য দিয়েছিলেন।
১০ জানুয়ারী দেশে ফিরে তিনি সবাইকে অস্ত্র ত্যাগ করতে বলেছিলেন, আইন হাতে না তুলে নেবার নির্দেশ দিয়েচিলেন। তিনি সবাইকে সংযত হয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে বলেন। তিনি ১০০ বিঘা পর্যন্ত জমির সিলিং করে দিয়ে ছিলেন। কিন্তু একদল বিরোধীতা করে বৈজ্ঞানিক-সমাজতন্ত্র নামে, ছাত্র সংগঠনের নাম করে ছাত্র লীগকে দ্বিধাবিভক্ত করেছে। একদল রক্ত নিয়ে খেলেছে, অন্যরা ন্যায়ের পথে হেটেছেন। এসব তো আমরা দেখেছি। তাই আজ শেখ হাসিনার হাতকে শক্ত করতে ঐক্য বদ্ধ হতে হবে।