ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান
জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদফায় দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এ পদে নিয়োগ না পেয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা।
আরো পড়ুন: বাহার-সূচনা ছাড়াও সীমান্ত দিয়ে ভারত পালালেন যারা
১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে এম আলী আযমের কক্ষে হট্টগোল করেন তারা।
আওয়ামী লীগে সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। জেলা প্রশাসকের পদ নিয়ে তাদের প্রত্যাশা ছিল। পরে তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা।