×

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদের’ তালিকায় আরো ৯ জনের নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদের’ তালিকায় আরো ৯ জনের নাম

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র-গণ আন্দোলনে নিহতদের তালিকায় নতুন করে আরো ৯ জনের নাম যুক্ত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭ জনে। 

গত ২৪ সেপ্টেম্বর এক গণবিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ জানায়, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে নিহতদের তথ্য সংগ্রহ করা হয়েছে। সেদিনই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট https://hsd.gov.bd/ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে https://www.dghs.gov.bd/ প্রকাশ করা হয়।

সেদিন প্রকাশ হওয়া খসড়া তালিকায় ৭০৮ জনের তথ্য ছিল। আরো নয় জনের নাম যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস সারাদেশের হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) এমআইএস শাখার পরিচালক ডা. মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নিহত নয়জনের পরিবার স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগযোগ করে। তাদের দেয়া তথ্য যাচাইবাছাই করে খসড়া তালিকায় ৯ জনের নাম যুক্ত করা হয়েছে।

“তালিকাটি প্রকাশের পর আমরা বলেছিলাম মৃত কারো নাম বাদ পড়লে যথাযথ প্রমাণসহ যোগাযোগ করার জন্য। তারা আমাদের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ক্লেইম করেছে। আমাদের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তারা তাদের দেয়া তথ্যের সত্যতা যাচাই করে আমাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছেন। কনফার্ম হওয়ার পর আমরা তালিকায় যুক্ত করেছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App