প্রধান উপদেষ্টাকে আলটিমেটাম দিলেন ৩৫ প্রত্যাশীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
-66fa801a69373.jpg)
ছবি: ভোরের কাগজ
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ নির্ধারণের দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। তিনি ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন। আলোচনায় বসতে বিকেল ৫টা পর্যন্ত আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়করা।
তারা বলেন, যেকোনো মূল্যে ৫টার ভেতরে তাদেরকে বসার ব্যবস্থা করতে হবে। একটি বিশেষ জায়গার সামনে এত সময় তারা থাকতে রাজি না। তাই ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এসময়ের ভেতর বসার ব্যবস্থা করতে হবে। তা নাহলে তারা কাফনের কাপড় পরে এখানে অবস্থান করবেন।