পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জন কমিটি বাতিলে প্রতিবাদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত
সাম্প্রদায়িক শক্তির চাপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জন কমিটি বাতিলের অগণতান্ত্রিক নতজানু সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এনসিটিবি পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাকে অন্তর্ভুক্ত করে। কিন্তু সম্প্রতি বিভিন্ন মহল থেকে এই শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উক্ত কমিটি থেকে তাদের বাদ দেবার চেষ্টা চালানো হয়। কমিটি পুনর্গঠনের বিষয়ে আলোচনার মধ্যেই শনিবার আকস্মিকভাবে কমিটিটি বাতিল করা হল, যা অত্যন্ত দুঃখজনক।
আরো পড়ুন: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার ৩৫
তারা আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শ্রেণী-পেশার মানুষের ভূমিকা থাকলেও আন্দোলন পরবর্তী সময়ে এসে আমরা দেখছি, অভ্যুত্থানের বিভিন্ন অংশীজনদের নানা ভাবে তকমা দিয়ে, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে তাদের জীবনকে অনিরাপদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা শিক্ষা ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকট তুলে ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন যখন প্রবল ফ্যাসিস্ট দমন-পীড়নের মুখে, সেসময় যে শিক্ষকরা সবার আগে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে এখন নানাভাবে হয়রানি করা হচ্ছে। এগুলো চরম অগণতান্ত্রিক এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। এসব ঘটনার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বরং তাকেই খারিজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জন কমিটি বাতিলের যে সিদ্ধান্ত হয়েছে তা চরম অগণতান্ত্রিক এবং সরকারের নতজানু নীতির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।