×

জাতীয়

সাকিবকে ‘রাজনৈতিক অবস্থান’ স্পষ্ট করতে বললেন ক্রীড়া উপদেষ্টা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

সাকিবকে ‘রাজনৈতিক অবস্থান’ স্পষ্ট করতে বললেন ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

সাকিব আল হাসানকে তার ‘রাজনৈতিক অবস্থান’ পরিষ্কার করতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার (২৯ সেপ্টেম্বর) মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন আয়োজিত শ্রমিক কল্যাণ তহবিলের চেক গ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

সম্প্রতি আগামী অক্টোবরে হোম অব ক্রিকেট মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নেওয়ার কথা জানিয়েছেন সাকিব। এজন্য বিসিবির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশে এসে আবার ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন তিনি। তবে এবার সাকিবকে উল্টো শর্ত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, ‘জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, তাহলে সেটা আমাকে রিডিউস (কমাতে) করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয়, তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে, তার যে রাজনৈতিক অবস্থান, তা নিয়ে কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন।’ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, ‘শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে জায়গায় রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি। প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব আমরা পালন করি।’

এর আগে, বিসিবির সভাপতি ফারুক আহমেদও বলেছিলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির পক্ষে সম্ভব নয়, এটি বিসিবির কাজও নয়। নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে।

এদিক আজ মিরপুরে বিসিবি পরিচালক ও সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমিও চাইব ওর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে, সংস্কৃতির ব্যাপারও আছে এখানে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনিবার্য কারণবশত এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কারণ, ক্রিকেট বোর্ড বলেছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাইছে, ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা সম্ভব নয়।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন ভারতের পরীক্ষিত এই বন্ধু। এরপর শেখ হাসিনা, শেখ রেহেনা, সাকিব আল হাসানসহ ১৫৬ জনের বিরুদ্ধে পোশাক শ্রমিক রুবেল হত্যায় সম্পৃক্ততার অভিযোগে হত্যা মামলা হয়। অনেক মামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিবও গ্রেপ্তারের শঙ্কায় রয়েছেন। যে কারণে দেশ থেকে আবার ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App