×

জাতীয়

ছাত্রলীগের হামলা, নির্যাতনের ঘটনায় ‘গণতদন্ত কমিশন’: সমন্বয়ক হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

ছাত্রলীগের হামলা, নির্যাতনের ঘটনায় ‘গণতদন্ত কমিশন’: সমন্বয়ক হাসনাত

ছবি: সংগৃহীত

   

ছাত্রলীগের হামলা ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করতে আগামী রবিবার (২৯ সেপ্টেম্বর) ‘গণতদন্ত কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, ‘গত ১৬ বছর ধরে ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতা, ত্রাস ও নির্যাতন চালিয়েছে। ছাত্রলীগ বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের উপর হামলা ও নিপীড়ন করেছে। এমনকি ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক শিক্ষার্থীদেরও তারা আক্রমণ করেছে।’

তিনি আরো বলেন, চলমান আন্দোলনকালে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশেষ করে ১৫ জুলাইয়ের ঘটনায়, ছাত্রলীগের হামলা শিক্ষাঙ্গণকে রক্তাক্ত করেছে। নারী শিক্ষার্থীরাও এই সহিংসতা থেকে রেহাই পাননি। সেদিন ঢাকা মেডিকেলের ভেতরে আহত অবস্থায় থাকা শিক্ষার্থীদের ওপর হামলার নজিরও ছাত্রলীগ স্থাপন করেছিল বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত বলেন, ‘জুলাই বিপ্লবের সময় এবং গত ১৬ বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে রোববার গণতদন্ত কমিশন গঠন করা হবে। কমিশন গঠনের পর ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চাপ দেয়া হবে।’

হাসনাত আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘যদি এ ব্যাপারে কালক্ষেপণ করা হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তবে প্রশাসনকে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে।’

আরো পড়ুন: পলিথিন নিষিদ্ধের তদারকি করবে শিক্ষার্থীরা

এছাড়া, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধের আহ্বানও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App