২৮ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

ড. মুহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, জো বাইডেন ও তারেক রহমান।
জাতিসংঘ সম্মেলন থেকে ড. ইউনূস কী অর্জন করলেন?
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন। অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
আওয়ামী গডফাদারের অভিভাবক কে এই শেখ হাসিনার প্রটোকল অফিসার?
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। তবে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত ফেনীতে তার পরিচয় ছিল নিজাম হাজারীর অভিভাবক। ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা নাসিম।
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নদীপাড়ের মানুষ আতঙ্কে
উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের বর্ষণে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। এতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের বেশকিছু বসতবাড়ি ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব অঞ্চলে। পানির চাপ বাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকির মুখে পড়েছে। বন্যা ও নদীভাঙনের আতঙ্কে নদীপাড়ের হাজার হাজার মানুষ দিন কাটাচ্ছে।
এবার কমল সোনার দাম, কবে থেকে কার্যকর
চলতি সেপ্টেম্বর মাসেই টানা চার দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
‘নৌকা’ থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রণালয়ের: উপদেষ্টা
নৌপরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌকা’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সংস্কারের পর নির্বাচন ব্যবস্থায় কী কী পরিবর্তন আসতে পারে
দায়িত্ব নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরেই পরবর্তী নির্বাচন আয়োজনের কথা বলেছেন। এই সংস্কার করতে ছয়টি কমিশনও গঠন করেছেন। সেখানে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে সিভিল রাইটস গ্রুপ সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে দায়িত্ব দেয়া হয়েছে। তার নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি কমিটি গঠিত হবে, সেই কমিটি দেশের নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি পর্যালোচনা করবে।
জনগণই বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই কেবল একটি দেশের গণতন্ত্র ও উন্নয়নের মূল চালিকাশক্তি। নির্বাচিত সরকারের মাধ্যমেই নতুন ধারার গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তবে সরকারের প্রতি বিএনপির আস্থা রয়েছে, এবং সেই আস্থাকে প্রশ্নহীন রাখতে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।
ডেঙ্গু কেড়ে নিলো আরো ৭ প্রাণ, হাসপাতালে ৮৬০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৬০ জন। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন। ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
ছাত্র আন্দোলনে কতজন নিহত, জানাল স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারাদেশে মোট ১ হাজার ৫৮১ জন নিহতের খবর প্রকাশ করেছে এ কমিটি। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন শেষ হলেই ভারত সরকার পাকিস্তানের দখল করে রাখা আজাদ কাশ্মীরকে ছিনিয়ে আনার কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা আলাদা দুই প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের আরএস পুরা এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করলো হিজবুল্লাহ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাঈদ হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বিকেলে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ।
মৃত্যুশয্যায় অসুস্থ মায়ের কসম কেটে টাইগার রবি’র আর্তনাদ
কানপুর টেস্ট চলাকালীন ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন বলে অভিযোগ করেন বাংলাদেশ দলের সমর্থক ‘টাইগার রবি’। শরীরের বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথাও পুলিশকে জানান। তবে প্রত্যক্ষদর্শীরা জানান ভিন্ন কথা, যা নিয়ে দিনব্যাপী চলে নানান ধূম্রজাল। এবার এ ঘটনায় মৃত্যুশয্যায় অসুস্থ মায়ের কসম কেটে মধ্যরাতে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন রবি।